পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে নিয়মিই ঝগড়া হতো স্ত্রীর। এরই জের ধরে নিজের ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিলেন এক মা। রোববার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ভাধহি জেলায়। খবর এনডিটিভির
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাম বদন সিং জানান, প্রায় এক বছর ধরে স্বামী মৃদুল যাদবের সঙ্গে পারিবারিক বিবাদ লেগেই থাকতো স্ত্রী মঞ্জু যাদবের। শনিবার রাতে বিবাদ চরমে উঠলে রাগ করে ৫ সন্তানকেই নদীতে ছুঁড়ে ফেলেন মঞ্জু দেবী। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সন্তানদের নদীতে ফেলে মৎস্যজীবী ওই নারী অনেকক্ষণ নদীর তীরে বসে ছিলেন।  তার কিছুক্ষণ পরেই অন্ধকারে ওই নারীকে দৌড়ে ছুটে যেতে দেখেছেন স্থানীয়রা। রোববার সকালে স্থানীয়দের কাছে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেন ওই মা ।
পুলিশ জানায়, ওই নারী গঙ্গার যে স্থানে পাঁচ সন্তানকে ছুড়ে ফেলেছেন, সেখানকার গভীরতা বেশি।  তাদের খোঁজার জন্য তল্লাশি অব্যাহত রেখেছেন তারা।