করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় ইতালিকেও হার মানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২২ হাজার। সংক্রমণের শিকার ৫ লাখ ৫৫ হাজার। তবে আগে ভাগে কাজ শুরু করলে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার আরো কমানো যেত  বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি। খবর সিএনএনের

ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ড. ফৌসি বলেন, আমরা যদি কাজটা  শুরু থেকেই শুরু করতে পারতাম, তাহলে এত বেশি সংক্রমণ ও মৃত্যু নাও ঘটতে পারত। কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়ে গেছে।

ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব মেনে চলার যে উদ্যোগ মধ্য মার্চে নেওয়া হয়েছে তা ফেব্রুয়ারিতে নিলে আরও জীবন বাঁচানো যেত কিনা- এমন প্রশ্নের জবাবে ডা. ফৌসি বলেন, অবশ্যই, কেউ নিশ্চয়ই এর বিরোধিতা করবে না। তবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো বেশ জটিল।

যুক্তরাষ্ট্রে গত মাসের মাঝামাঝিতে লকডাউন ঘোষণা করা হয়। পরে তা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ডা. ফৌসি আশা প্রকাশ করেছেন, আগামী মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অনেক অংশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।