করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও ধনকুবের স্ট্যানলে চেরা। রোববার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সত্তরোর্ধ স্ট্যানলে ছিলেন নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পের পেশাও তাই ছিল। তারা বিভিন্ন সময় পরস্পরকে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছিলেন।

স্ট্যানলে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিতে বিপুল অঙ্কের তহবিলও যোগান দিতেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত রিপাবলিকান পার্টিকে তিনি চার লাখ ২ হাজার ৮০০ ডলার অনুদান দিয়েছেন তিনি।

গত নভেম্বরে নিউইয়র্কে অবসরপ্রাপ্ত সৈনিকদের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন স্ট্যানলে। ওই বছরই মিশিগানে আরেক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ‘আমার দেখা সেরা মানুষদের একজন স্ট্যানলে।’

গত মাসের ২৪ তারিখ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি ছিলেন স্ট্যানলে।

যুক্তরাষ্ট্রে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন বিশ্বের শীর্ষে। এসব মৃত্যুর বেশিরভাগ ঘটেছে নিউইয়র্কে।