করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে মৃতের সংখ্যা এক লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ২২৫ জনে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ৪০৬ জন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪০ হাজার ৬৯৯ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৫ লাখ ৫৭ হাজার ৫৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২০ হাজার ৪৫৭ জন।