- আন্তর্জাতিক
- ইতালিতে সুপারশপের নতুন সময়সূচি
ইতালিতে সুপারশপের নতুন সময়সূচি

করোনায় বিপর্যস্ত ইতালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সুপার মার্কেট খোলা এবং বন্ধের সময় পরিবর্তন করা হচ্ছে। দীর্ঘ লাইন এবং অতিরিক্ত লোকসমাগমের ঝুঁকি থেকে রক্ষা পেতে মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
ইতালির অন্যতম শিল্পোন্নত শহর মিলানের কার্রেফোউর গ্রুপের কিছু সুপার মার্কেটে ইতোমধ্যে নতুন সময়সূচি ঘোষণা দিয়েছে।
নতুন এন্টি-করোনাভাইরাস ডিক্রি অনুসারে, সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং রোববার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত সুপারমার্কেট, বিভিন্ন মুদি দোকান (আলিমেন্টারি) খোলা রাখা যাবে।
এর আগে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৬টা এবং রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এসব খোলা রাখা যেত।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ কাতার ইতালিতে চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে। সোমবার কাতারের ১০ম ফ্লাইট বিভিন্ন চিকিৎসা সহয়তা নিয়ে ইতালি পৌঁছেছে। এর আগে কাতার সরকার ইতালিতে ৫০০ রোগীর জন্য দুটি হাসপাতাল করে দেয়ার ঘোষণা দিয়েছে।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী লুইজি ডি মাইও সোমবার নিজের ফেইজবুক ওয়ালে জানান, দুটি হাসপাতাল ছাড়াও অতিরিক্ত বিভিন্ন স্বাস্থ্য সহায়তা নিয়ে ‘প্রাতিকা ডি মারে’কাতারের ১০তম ফ্লাইট অবতরণ করেছে সোমবার।
দেশের এই সংকটে স্বাস্থ্য সহায়তায় ঘনিষ্ঠতার পরিচয় দেয়ার জন্য তিনি কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আপনাদের মনে রাখবো।
মন্তব্য করুন