- আন্তর্জাতিক
- লকডাউন শিথিল করছে ইউরোপের কিছু দেশ
লকডাউন শিথিল করছে ইউরোপের কিছু দেশ

লকডাউনের দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে কিছু পদক্ষেপ নেয়ার কথা ভাবছে ইউরোপীয় দেশগুলো।
সোমবার থেকে জার্মানির ছোট ছোট দোকানপাট ও স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। গত সপ্তাহে বলা হয়েছিল, দেশটিতে সংক্রমণের হার আগের চেয়ে কমতে শুরু করেছে এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে একই সঙ্গে করোনার দ্বিতীয় দফার হানা নিয়ে সাবধান করা হয়েছিল। সুতরাং সেটা মাথায় রেখেই লকডাউন যথাসম্ভব শিথিল করার কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
একই দিনে পোল্যান্ড পার্ক ও বন, নরওয়েতে নার্সারি স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। চেক প্রজাতন্ত্রে হাঁট-বাজার, শপিং মল এবং আলবেনিয়ায় খনি ও তেলকারখানাগুলো থেকে লকডাউন তুলে নেয়া হবে।
তবে স্পেন ও ফ্রান্সে আরো এক সপ্তাহ পর লকডাউন সহজ করার কথা ভাবা হচ্ছে। স্পেনে অবশ্য শিশুদের জন্য লকডাউন শিথিল করে দেয়া হয়েছে।
মন্তব্য করুন