- আন্তর্জাতিক
- যুক্তরাজ্যে সার্বিক মৃত্যুহারের সঙ্গে বাংলাদেশিদের মৃতের সংখ্যাও বেড়েছ
যুক্তরাজ্যে সার্বিক মৃত্যুহারের সঙ্গে বাংলাদেশিদের মৃতের সংখ্যাও বেড়েছ

যুক্তরাজ্যে করোনায় মারা যাওয়া এক বাংলাদেশি নারী
যুক্তরাজ্যে গত দুইদিন ধরে করোনায় মৃতের সংখ্যা কমে আসার পর মঙ্গলবার একলাফে আবারও তা দ্বিগুণ সংখ্যায় উঠে এসেছে।
দেশটির স্বাস্থ্য সোস্যাল কেয়ার দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৮৭৩ জন, যা আগের দিনের চেয়ে দ্বিগুণের কাছাকাছি। মঙ্গলবার এসংখ্যা ছিলো ৪৫০ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩৩৭ জনে।
প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এ দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৩০১ জন, সোমবার যা ছিলো ৪৬৭৬ জনে। গত রোববার এই সংখ্যা ছিলো ৫৮৫০জন। সর্বশেষ হিসেবে ব্রিটেনে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ২৯হাজার ৪৪ জন।
মঙ্গলবার প্রকাশিত গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী , শুধু ইংল্যান্ডেই এই সময়ে মৃত্যুবরণ করেছেন ৭৭৮ জন। একই সময়ে স্কটল্যান্ডের মৃত্যুসংখ্যা ৭০ ও ওয়েলসে ২৫ জন।
এদিকে, ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস করোনা মৃতের সংখ্যা নিয়ে মঙ্গলবার প্রকাশ করেছে ভিন্ন আরেকটি তথ্য। তাদের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, স্বাস্থ্য ও সোস্যাল কেয়ার অধিদপ্তরের মৃতের পরিসংখ্যানের চেয়ে ব্রিটেনে করোনা মৃতের সংখ্যা আরও ৪১% বেশি।
জাতীয় পরিসংখ্যান অফিস অবশ্য স্বাস্থ্য ও সোস্যাল কেয়ার অধিদপ্তরের মতো এত তড়িৎ সর্বশেষ হিসেব প্রকাশ করেনি। গত ১০ এপ্রিল পর্যন্ত সময়ের করা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিষ্টিকসের পরিসংখ্যান মতে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত মৃত্যু সংখ্যা ৯ হাজার ২৮৮ জনের স্থলে ঐ সময়ে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ছিলো ১৩ হাজার ২২১ জন, যা প্রায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানের চেয়ে ৪১% বেশি।
এদিকে, সোমবার ব্রিটেনের এথনিক মাইনোরিটি কমিউনিটির উপর পরিচালিত এক পরিসংখ্যান রিপোর্টের তথ্যমতে, শুধু ইংল্যান্ডেই করোনায় মৃত্যুবরণ করেছেন মোট মৃত্যুসংখ্যার প্রায় ০.৬% ব্রিটিশ-বাংলাদেশি। জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের ৪১% বেশি মৃত্যুর তথ্য প্রকাশের পর স্বাভাবিক কারনেই ব্রিটিশ-বাংলাদেশিদের প্রকৃত মৃত্যুসংখ্যা নিয়েও ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির অনেকের মধ্যেই দ্বিধা সৃষ্টি হয়েছে।
ব্লাক এন্ড এশিয়ান মাইনোরিটি এথনিক (বিএএমই) কমিউনিটির মোট মৃত্যু সংখ্যার ১৬.২% এর মধ্যে বাংলাদেশি ০.৬% হলে জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের ৪১% বেশি মৃত্যুসংখ্যার রিপোর্ট প্রকাশের পর ব্রিটেনের বাকী তিন অংশ স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলিয়ে ব্রিটিশ-বাংলাদেশিদের মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারণা করছে কমিউনিটি।
বিশিষ্ট কমিউনিটি নেতা ও প্রবীণ
সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী নিজ উদ্যোগে ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে
মৃত্যুর সংখ্যা নির্ণয়ে করোনা আক্রমণের শুরু থেকেই কাজ করে আসছিলেন। তিনি
জানালেন, ফেইসবুক, ওয়াটসআপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্রিটেনের বিভিন্ন
এলাকায় কর্মরত কমিউনিটি সংগঠন ও একটিভিষ্ট, মুসলিম ফিউনারেল সার্ভিস ও
ব্রিটেনের বাংলাদেশি সংবাদ মাধ্যমের সূত্র থেকেই করোনা কালের প্রথম থেকেই
এই মহামারি আক্রান্ত ব্রিটিশ-বাংলাদেশিদের একটি হালনাগাদ পরিসংখ্যান তৈরীর
চেষ্টা করছেন তিনি। কে এম আবু তাহেরের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে ব্রিটেনে মৃত্যুবরণ করেছেন মোট ১৪০ জন
ব্রিটিশ-বাংলাদেশি।
মন্তব্য করুন