মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গাড়ি হামলার শিকার হয়েছে। এতে গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা এক সরকারি কর্মকর্তা। গত সোমবার রাজ্যটির মিনবায়া শহরতলীতে এ ঘটনা ঘটে।

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ওই গাড়িতে ফিরছিলেন তারা।

সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই গাড়ি চালকের নাম পায়ে সন উইন মং। এ ঘটনায় মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির ওপর গুলি চালানো হয়েছিল। তবে কে বা কারা ওই হামলা করেছে তা স্পষ্ট নয়। ওই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী রাখাইন আর্মির সঙ্গে সশস্ত্র সংঘাত চলছে মিয়ানমার সেনাবাহিনীর।

মংয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে বলেছে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সমস্ত করোনাযোদ্ধারা কতটা কঠিন পরিস্থিতিতে মাহামারির বিরুদ্ধে লড়াই করছেন তা আবারও প্রমাণ হলো রাখাইনের ঘটনায়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাখাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত মংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।