- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রে শীতে করোনা আরও মারাত্মক হতে পারে
যুক্তরাষ্ট্রে শীতে করোনা আরও মারাত্মক হতে পারে

আগামী শীতে যুক্তরাষ্ট্রে সাধারণ ফ্লুর সঙ্গে দ্বিতীয় দফায় করোভাইরাসের সংক্রমণ শুরু হতে পারে। যদি তা হয় তাহলে বর্তমানের চেয়ে বহুগুণ বেশি স্বাস্থ্য সংকটের সৃষ্টি হবে যুক্তরাষ্ট্রে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড এমন মন্তব্য করেছেন।
সিএনএন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রেডফিল্ডের একটি সাক্ষাৎকার দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার। সাক্ষাৎকারে রেডফিল্ড বলেছেন, আগামী শীতে যুক্তরাষ্ট্রে আবারও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হতে পারে। সেটি হলে বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তার থেকেও খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। আমি এই বিষয়টি কর্তৃপক্ষকে বোঝাতে চাইছি। কিন্তু তারা বিষয়টি বুঝতেই চাইছেন না।
প্রতিবছর শীতের সময় যুক্তরাষ্ট্রে সাধারণ ফ্লুতেই বহু মানুষের প্রাণ যায়। এই বিষয়টি আমলে নিয়ে রেডফিল্ড বলেছেন, সামনে হয়তো আমাদের ফ্লুর মহামারি ও করোনার মহামারি, দুই’ই সামলাতে হতে পারে।
সাধারণ ফ্লু প্রতিরোধে ওষুধ থাকলেও করোনা প্রতিরোধে কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। আগামী শীত মৌসুমের আগে করোনার কোনো টিকা বা ওষুধ আবিষ্কার না হলে তা আরও চিন্তা কারণ হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের জন্য।
যুক্তরাষ্ট্রে ফ্লুর মৌসুম শুরু হয় সেপ্টেম্বর থেকে। এই মৌসুম শেষ হতে চলেছে। সিডিসির হিসাবে, গত বছর যুক্তরাষ্ট্রে সাধারণ ফ্লুতে ৩৪ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। প্রায় চার কোটি মানুষ এই ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন।
এ বছর সাধারণ ফ্লুর মৌসুম যখন শেষ হতে চলেছ তখনই করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় যুক্তরাষ্ট্রে। তবে এ দু’টি সংক্রমণ একসঙ্গে শুরু হলে পরিণতি যে ভয়াবহ হতে পারে তা দেশটির করোনা পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
রেডফিল্ডের মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের সমন্বয়কারী ডা. ডেবোরাহ বার্সকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী শীতে করোনার সংক্রমণ ছড়াবে কিনা তা আমরা এখনও নিশ্চিত নই। তবে সতর্কতামূলক ব্যবস্থা আামাদের থাকবে।
আড়াই মাস আগে যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। বর্তমানে দেশটির ৮ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের।
মন্তব্য করুন