- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৩৮ জন। আক্রান্ত ও মৃতের সাংখ্যায় অনেক আগেই সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবের বরাত দিয়ে সিএনএন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৩১ জনের। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৩৯ জনে।
বিভিন্ন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নতুন করে হিসাবের তালিকা করতে শুরু করেছে। অনেক ‘সম্ভাব্য’ মৃত্যুর ঘটনাকেও মোট মৃত্যুর হিসাবে যোগ করা হবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন যে তালিকা প্রকাশ করতে যাচ্ছে তাতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাবে কয়েক শতাংশ।
এদিকে সিবিএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো প্রতিদিন রাজ্যটির ৪০ হাজার মানুষকে করোনা পরীক্ষা করা হবে বলে ঘোষণা দিয়েছেন। তবে এই কার্যক্রম শুরু করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের মূল কেন্দ্র নিউইয়র্ক রাজ্য। দেশটিতে যত মানুষ আক্রান্ত ও মৃতের বেশিরভাগ ঘটনাই এ রাজ্যের।
মন্তব্য করুন