করোনায় থাবায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি তাদের লকডাউন শিথিল করার পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ৪ মে থেকে দেশটিতে লকডাউন শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে।

প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেন, লকডাউন শিথিল করা হলে মানুষজন তাদের আত্মীয়দের বাসায় বেড়াতে যেতে পারবেন। তবে মাস্ক পরে যেতে হবে এবং সীমিত পরিসরে যেতে হবে। খবর বিবিসির

জনগণের জন্য পার্কগুলো খুলে দেওয়া হবে। তবে স্কুল সেপ্টেম্বরের আগে খুলবে না বলে জানান প্রধানমন্ত্রী। 

মার্চ মাসের মাঝামাঝি থেকে রেকর্ড সংখ্যক মৃত্যু হতে থাকে ইতালিতে। তখন থেকেই করোনা ঠেকাতে আট সপ্তাহের কঠোন লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এ সপ্তাহ থেকে মৃত্যু কমতে থাকায় লকডাউন শিথিল করার কথা ভাবছে দেশটি।

রোববার দেশটিতে করোনায় ২৬০ জনের মৃত্যু হয়েছে। গত ১৪ মার্চের পর এটাই ইতালিতে একদিনে সবচেয়ে কম মৃত্যু। ইতালিতে করোনায় মোট মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন।