যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের গ্রিন বেতে গরুর মাংস প্রক্রিয়াজাতকরণের একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই করাখানার সঙ্গে সংশ্লিষ্ট ১৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় রোববার এ সিদ্ধান্ত নেয় কৃর্তপক্ষ। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেবিএস প্ল্যান্ট নামের ওই মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মী সংখ্যা প্রায় এক হাজার ২০০। এ কারখানাটি প্রতিদিন ৩২ লাখ মানুষের গরুর মাংসের চাহিদা পূরণ করে। কারখানাটি ফের কবে খুলে দেওয়া হবে তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ।

উইসকনসিন রাজ্যের ব্রাউন কাউন্টিতে কারখানাটির অবস্থান। এই কাউন্টিতে ৭৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসের কারণে এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জেবিএস প্ল্যান্টের কয়েকটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ হয়ে যায়। তবে কলোরাডোয় গত শুক্রবার একটি কারখানা খুলে দেওয়া হয়েছে। পেনসিলভানিয়ার কারখানাটি আরও দুই সপ্তাহ আগে খুলে গেছে। তবে মিনেসোটায় শুকুরের মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানাটি এখনও বন্ধ রয়েছে।