- আন্তর্জাতিক
- ইতালিতে ৪ মে থেকে ধাপে ধাপে উঠে যাচ্ছে লকডাউন
ইতালিতে ৪ মে থেকে ধাপে ধাপে উঠে যাচ্ছে লকডাউন

করোনাভাইরাস মহামারীর প্রকোপ কমতে থাকায় ইতালিতে ধাপে ধাপে উঠে যাচ্ছে দেশব্যাপী 'লকডাউন'। এর ফলে আগামী ৪ঠা মে থেকে দেশটিতে ৫৩ দিনের লকডাউনের পরিসমাপ্তি হতে যাচ্ছে। খুলে দেওয়া হচ্ছে সব বার, রেস্টুরেন্ট, পাইকারি ও খুচরা দোকানপাট। তবে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী সেপ্টেম্বর মাসের আগে খুলছে না।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী লকডাউন পর্যায়ক্রমে তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ইতালির করোনা পরিস্থিতি দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধাপে করোনায় বিপর্যস্ত দেশের আর্থিক খাত পুনরুদ্ধার ও পুরোদেশ নতুন করে ঢেলে সাজাতে সরকারসহ সংশ্লিষ্ট সবাই বিরামহীন কাজ করছে।
এ সময় অবরুদ্ধ দেশের মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করে কর্মক্ষম অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘ পরিকল্পনার কথা তুলে ধরেন জিউসেপ কোঁতে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে দেশটির উৎপাদনশীল রপ্তানি খাতে এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। আগামী ৪ মে দেশের সব পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং ১৮ মে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে। আগের মতো অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে মানুষ। তবে এক শহর থেকে অন্য শহরে যেতে লকডাউন সময়কালীন একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে রাখতে হবে। দেশটির সব খেলাধুলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হচ্ছে আগামী মে মাস থেকে।
দেশের সব বার, রেস্টুরেন্ট এখন খোলার অনুমতি মিললেও, কেবল হোম ডেলিভারি সার্ভিস চলবে। তবে আগামী ১ জুন থেকে সম্পূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করার অনুমতি থাকবে। সেলুন ও বিউটি পার্লার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ১ জুন থেকে খোলার অনুমতি থাকছে। খ্রিস্টান ধর্মের কেউ মারা গেলে ৪ মে থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়া পালন করতে পারবে স্বজনরা। তবে এ অনুষ্ঠানে ১৫ জনের বেশি মানুষ একসঙ্গে সমবেত হতে পারবে না।
ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকছে আরও চার মাসের বেশি। আগামী সেপ্টেম্বর মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। দেশটির সব সিনেপ্লেক্স ও থিয়েটার খুলবে আগামী ডিসেম্বর মাসে। আর বিদেশি পর্যটকদের ইতালিতে প্রবেশের অনুমতি মিলবে আগামী বছরের মার্চ মাস থেকে। সেই সঙ্গে সব ডিসকো ও এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও খোলার অনুমতি মিলবে ওই সময়ে।
ইতালিতে প্রাণঘাতী করোনার সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত ১১ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করে সরকার। এ লকডাউনের মেয়াদ প্রথম দফায় ১৩ এপ্রিল, দ্বিতীয় দফায় ২৫ এপ্রিল এবং তৃতীয় দফায় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়।
মন্তব্য করুন