আগামী মাসের প্রথম সপ্তাহে ধার্য করা হয়েছিল বিয়ের দিন। সব কিছুই ঠিকঠাক, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসক পাত্র পিছিয়ে দিলেন নিজের বিয়ের দিনক্ষণ। বলে দিলেন, দেশজুড়ে করোনাভাইরাসের হানায় যখন মানুষ মারা যাচ্ছে, তখন তিনি নিজেকে চিকিৎসা থেকে বিরত রাখতে পারবেন না।

ফলে এখন বিয়ে বাদ দিয়ে করোনা নিয়ে ব্যস্ত বেঙ্গালুরুর চিকিৎসক হরিচরণ। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত এই চিকিৎসককে বিয়ে পিছিয়ে করোনা রোগীর দেখার জন্য পরিবারের অনেক আপত্তির মুখে পড়তে হয়েছিল। এরকম একটা অসুখের সামনে নিজেকে এগিয়ে দেওয়ার বিপদ নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তায় ছিলেন তার বাড়ির লোকজন।

তবে শেষ পর্যন্ত সবাইকে বুঝিয়ে রাজি করাতে পেরেছেন তিনি। তার হবু স্ত্রী একটি বেসরকারি মেডিকেল কলেজের অ্যানেসথেশিয়ার পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী। তিনি অবশ্য প্রথম থেকেই হরিচরণের পাশে আছেন। তিনি নিজেও করোনা ওয়ার্ডে কাজ করছেন। সবকিছু ঠিকঠাক হলে পরে তারা অবশ্যই বিয়ের আসনে বসবেন বলে জানিয়েছেন।