সারা বিশ্বে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের আক্রমণের শিকার হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৬০ জন নার্স। নার্সদের আন্তর্জাতিক কাউন্সিল আইসিএনের এক প্রতিবেদনে এ তথ্য এসেছে।।খবর রয়টার্সের।

বুধবার প্রকাশিত ওই রিপোর্টে করোনায় মৃত্যু ও সংক্রমণের আসল চিত্রটা আরও ব্যাপক বলেই উল্লেখ করা হয়। হিসাবটা যে অসম্পূর্ণ, আইসিএনের প্রধান নির্বাহী পরিচালক হাওয়ার্ড ক্যাটন তা স্বীকার করে নেন। এর কারণ হিসেবে তিনি বলেন,   একাধিক দেশের পরিসংখ্যান তাঁদের কাছে পৌঁছায় না। তাই বাস্তবিক করোনায় কত আক্রান্ত বা মৃত, তা তা জানার উপায় নেই।

এদিকে সারা বিশ্বে ওইদিন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৬৩৯। আক্রান্ত বেড়ে হয়েছে ৩৭ লাখ ৯৮ হাজার ৯৯। অন্য দিকে, সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১২ লাখ ৭৯ হাজার ১৯২। শুধু যুক্তরাষ্ট্রেই করোনায় মারা গেয়েছেন ৭৩ হাজার ৪৯৭ জন। আক্রান্ত ১২ লাখ ৫২ হাজার।