- আন্তর্জাতিক
- একাধিক দুর্ভিক্ষের কারণ হতে পারে করোনাভাইরাস: জাতিসংঘ
একাধিক দুর্ভিক্ষের কারণ হতে পারে করোনাভাইরাস: জাতিসংঘ

করোনাভাইরাসের এই মহামারির সময় অনুন্নত দেশগুলোর লাখ লাখ দরিদ্র মানুষকে বাঁচিয়ে রাখতে ফের তহবিলের আবেদন করেছে জাতিসংঘ। সংস্থাটি জরুরি ভিত্তিতে ৪৭০ কোটি ডলারের তহবিলের জন্য আবেদন করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাসের কারণে হতে পারে একাধিক দুর্ভিক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন।
গত মার্চে দুইশ কোটি ডলারের তহবিলের আবেদন করেছিল জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত সে তহবিলের অর্ধেক সংগ্রহ করা সম্ভব হয়েছে।
লোকক বলেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে দরিদ্র দেশগুলো। এই দেশগুলোই ক্ষতিগ্রস্থ হচ্ছে সবচেয়ে বেশি। এখনই ব্যবস্থা না নিলে এই দেশগুলোতে সংঘর্ষ, ক্ষুধা ও দারিদ্রতা মাথা চাড়া দিয়ে উঠবে। এতে করে একাধিক দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার প্রায় ৬০টি দেশ করোনাভাইরাসের কারণে খুবই খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
দাতা দেশগুলো এরই মধ্যে ৯০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জাতিসংঘ বলেছে, এর চেয়ে বহু অর্থ দরকার আসন্ন সংঘাত, দুর্ভিক্ষ মোকাবিলা করতে।
মন্তব্য করুন