- আন্তর্জাতিক
- করোনাকালে করমর্দন নয়, লাঠি ঠোকাঠুকি
করোনাকালে করমর্দন নয়, লাঠি ঠোকাঠুকি

ছাগল ব্যবসায়ীদের লাঠি ঠোকাঠুকি
করোনার কালে অনেক নতুন নতুন শব্দ চালু হয়েছে। যেমন শাটডাউন, লকডাইন, সোসাল ডিসট্যান্স এসব।শব্দগুলো যে আগেও ছিল না তা নয়। তবে এগুলোর ব্যবহার কালেভদ্রে হতো। কিন্তু এখন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত অসংখ্যবার অভিনব এসব শব্দ বলতে কিংবা শুনতে হয়। তাই বলে এসব শব্দ শুনে এবং মেনে আর কতদিন চলা যায়? মানুষকে তো খেতে পরতে হবে, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরিও করতে হবে।মাঝে মাঝে সৌজন্যের দায়্ও মেটাতে হয়। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে হয়, হাসতে হয়, এমনকী করমর্দন কিংবা কোলাকুলিও করতে হয়। কিন্তু করোনার কালবেলায় অতটা এগোনো সম্ভব হয় না। সৌজন্য দেখানোর ইচ্ছে সত্ত্বেও বিরত থাকতে হয়।
তবে করমর্দনের বদলে কাঠি কিংবা লাঠি ঠোকাঠুকির মধ্য দিয়ে সৌজন্যরক্ষার বুদ্ধি বের করে ফেলেছে আফ্রিকার দেশ কেনিয়ার ছাগল ব্যবসায়ীরা| অবশ্য এই বিষয়ে তাদের উৎসাহিত করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
কেনিয়ার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে ছাগলব্যবসায়ী ছাগল উৎপাদকদের মধ্যে দীর্ঘকালীন ঐতিহ্য অনুসারে করমর্দনটা জরুরি। কিন্তু করোনার কারণে এখন কেউ কারো দিকে হাত বাড়াচ্ছে না।ঐতিহ্য লঙ্ঘিত হওয়ার এ আশঙ্কাটা অবশ্য দূর করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। তারা টু্ইটারে বলেছে, ব্যবসায়ীরা নিজেদের হাতের লাঠির সঙ্গে লাঠি ঠেকিয়ে করমর্দনের বিকল্প সৌজন্য প্রকাশ করতে পারে।
বিষয় : ছাগল ব্যবসায়ী লাঠি ঠোকাঠুকি করমর্দন
মন্তব্য করুন