- আন্তর্জাতিক
- করোনাকালে ভারতে ২ কোটি শিশু জন্ম নেবে: ইউনিসেফ
করোনাকালে ভারতে ২ কোটি শিশু জন্ম নেবে: ইউনিসেফ

ভারতে চলতি বছরের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে অন্তত ২ কোটি শিশু জন্ম নেবে বলে জানিয়েছে ইউনিসেফ। করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করার পর থেকে ৯ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক শিশু জন্ম নিতে চলেছে।
করোনা থেকে বাঁচতে যেখানে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে পারিবারিক সর্ম্প যে আরো গভীর হচ্ছে, ইউনিসেফের তথ্য ঠিক সেরকম ইঙ্গিত দিচ্ছে। ভারতে নবজাতকের এই সংখ্যা সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক। খবর এনডিটিভির।
ইউনিসেফ জানিয়েছে, করোনা আবহের মধ্যে সারাবিশ্বে জন্ম নেবে ১১৬ কোটি ৬০ লাখ শিশু। গত ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরবর্তী নয় মাসের মধ্যে এই শিশুগুলো জন্ম নেবে। ভারতের পরেই এই তালিকায় রয়েছে চীন। সেখানে করোনা আবহে জন্ম নেবে ১ কোটি ৩৫ লাখ শিশু।
ভারত ও চীনের পরে এই তালিকায় রয়েছে নাইজেরিয়া (৬৪ লাখ), পাকিস্তান (৫০ লাখ) এবং ইন্দোনেশিয়া (৪০ লাখ)। এসব দেশে অবশ্য করোনাভাইরাসের আগেও শিশুজন্মের হার বেশি ছিল বলে জানিয়েছে ইউনিসেফ।
মন্তব্য করুন