লকডাউন দিয়েও তেমন কোনো সুফল পাচ্ছে না ভারত। দেশটিতে এখনকার চেয়ে অনেক বেশি করোনাভাইরাস সংক্রমণ ঘটতে পারে জুন ও জুলাই মাসে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) পরিচালক রণদীপ গুলেরিয়া। 

ভারতে লকডাউন ও সামাজিক দূরত্ব ঠিকঠাক পালন করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, 'চীন বা ইতালি সামাজিক দূরত্বকে যেভাবে বজায় রেখে চলেছিল, ভারতে তা করা হয়নি। তাই একমাস লকডাউন করে যে সুফল পাচ্ছে ওই দেশগুলো, ভারত তা পাচ্ছে না। সেই কারণেই এখনও সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।'  খবর ইন্ডিয়া টাইমসের।

রণদীপ গুলেরিয়া বলেন, জুন-জুলাই মাসে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দেবে ভারতে। এক্ষেত্রে লকডাউন আরও কিছুদিন বাড়ানো উচিত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, পৃথিবীব্যাপী সামাজিক দূরত্ব আরও দুই বছর মেনে চলতে হবে। কারণ করোনার সংক্রমণের হুমকি ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের পাঁচ গবেষক গবেষণাটি করেছেন। 

সার্স ও মার্স সংক্রমণের তথ্যের ওপর ভিত্তি করে নতুন এই মডেল দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। ঋতুচক্রের পরিবর্তন ও রোগ প্রতিরোধ ক্ষমতার ভিন্নতার পরিপ্রেক্ষিতে তারা নতুন করোনাভাইরাসের সংক্রমণের গতিপ্রকৃতি নিয়ে ধারণা করার চেষ্টা করেছেন। এতে তারা দেখেছেন, বছরের যে কোনো সময়ই করোনাভাইরাস ছড়াতে ও বাড়তে পারে।