- আন্তর্জাতিক
- করোনা চিকিৎসায় আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষা করবে ভারত
করোনা চিকিৎসায় আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষা করবে ভারত

নতুন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এবার আয়ুর্বেদিক চিকিৎসার দিকে নজর দিয়েছে ভারত। চারটি ঐতিহ্যবাহী ওষুধের ফর্মুলা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছেন দেশটির আয়ুষ মন্ত্রী। এক সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে এর পরীক্ষামূলক প্রয়োগ। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি, এই পাঁচ ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতিকে একটি মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এসেছে ভারত। যাকে বলা হয় আয়ুষ মন্ত্রণালয়।
আয়ুষ মন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক টুইটারে লিখেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় চারটি ঐতিহ্যবাহী ওষুধের ফর্মুলা নিয়ে গবেষণা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে পারে।
ভারতের দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) সঙ্গে যৌথভাবে দেশটির আয়ুষ মন্ত্রণালয় ঐতিহ্যবাহী ওষুধগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সিএসআইআর হলো বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক বৈচিত্রযুক্ত পাবলিক ফান্ডিং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা।
ওয়াই নায়েক টুইটে আরও লিখেছেন, ঐতিহ্যবাহী ওষধি ব্যবস্থা আমাদের এই মহামারি থেকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে আমি নিশ্চিত এবং দৃঢ়ভাবে আশাবাদী।
করোনাভাইরাস থেকে মুক্তির খোঁজ চলছে বিশ্বব্যাপী। ওষুধ, টিকা নিয়ে চলছে গবেষণা। তবে এখনও সমাধানে আসতে পারেননি বিজ্ঞানীরা। আয়ুর্বেদ চিকিৎসাও এখন পর্যন্ত ভাইরাসটি মোকাবিলায় কোনো পথ দেখাতে পারেনি।
মন্তব্য করুন