নাইজেরিয়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৯৮ বছর বয়সী এক নারী সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন।

দেশটির লাগোস রাজ্যে একটি আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন বলে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রাজ্যের গভর্নর বাবাজিদে সানো-ওলু এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীসহ ২৫ করোনা রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা সবাই সুস্থ আছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, লাগোসে ৯৮ বছর বয়সী ওই নারীই আমাদের সবচেয়ে প্রবীণ করোনা রোগী। পরীক্ষায় নেগেটিভ আসায় তিনিসহ ২৫জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ছাড়পত্র পা্ওয়াদের মধ্য ১৩ জন পুরুষ আর ১২জন নারী।

লাগোসকে বলা হচ্ছে নাইজেরিয়ায় ছড়িয়ে পড়া করোনার কেন্দ্রভূমি। সারাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৭১জন যার মধ্যে লাগোসেই রয়েছে ২ হাজার ৪১ জন। এই রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ জনের; সুস্থ হয়েছেন ৫২৮ জন।