- আন্তর্জাতিক
- লকডাউনকে 'ধ্বংসের পথ' বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
লকডাউনকে 'ধ্বংসের পথ' বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ফাইল ছবি
মহামারি করোনাভাইরাসের মারণ থাবায় বিশ্ব যখন বিপর্যস্ত, দেশে দেশে লকডাউন জারি করে ঘরে আবদ্ধ থেকেও রক্ষা পাচ্ছে না মানুষ, ঠিক তখন উল্টো পথে হাঁটছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। লকডাউন মানতে রাজি নন তিনি। তার দাবি, ‘লকডাউন মানে ভুল পথ, এটি ব্রাজিলের ধ্বংস ডেকে আনবে।’ বৃহস্পতিবার রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের এমন কথাই বলেছেন তিনি। প্রেসিডেন্টের এমন অবস্থানের কারণেই ব্রাজিল এখন করোনা মহামারির হটস্পট হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর সিএনএন ও খালিজ টাইমসের।
মহামারি করোনাভাইরাসের নতুন হটস্পট এখন লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১৪ হাজার মানুষ। ওই একদিনেই মারা গেছেন ৮৮১ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ হাজার এবং সুস্থ হয়েছেন ৮০ হাজার মানুষ।
বিশ্লেষকরা বলছেন, গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিগুন হয়েছে। হঠাৎ করেই ব্রাজিলে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় দেশটি এখন বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় ষষ্ঠ অবস্থানে চলে এসেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন ও ইতালির পরই ব্রাজিলের অবস্থান।
হঠাৎ করেই দেশটিতে করোনার এতো বেশি সংক্রমণের জন্য দায়ী করা হচ্ছে প্রেসিডেন্ট বলসোনারোকে। কারণ, অনেক রাজ্য গভর্নর নিজ নিজ এলাকায় লকডাউন জারি ও মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও প্রেসিডেন্ট বলছেন উল্টো কথা। প্রদেশগুলো লকডাউনের পথে হাঁটলেও তা একেবারেই পছন্দ নয় প্রেসিডেন্টের। তিনি বরাবরই লকডাউনের বিরুদ্ধে। দেশবাসীকে ঘরে থাকা বন্ধ করতে বলেছিলেন তিনি।
বৃহস্পতিবার ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবন আলভোরাদা প্যালেসের সামনে সাংবাদিকদের বলেন, ‘কঠোর সামাজিক আইসোলেশন দেশকে ভঙ্গুর করে দেবে। সরকারি কর্মীদের বসিয়ে খাওয়ানোর মতো অর্থ নেই।’ তিনি আরও বলেন, লকডাউনের ব্যাপার-স্যাপার হচ্ছে সবকিছু বন্ধ করে বসে থাকা। এটি কোনো সঠিক পথ নয়। এই পথ ব্যর্থতার, ব্রাজিলকে ভেঙেচুরে ফেলার পথ।
বলসোনারো বলেন, অনেক গভর্নর তাদের রাজ্যে লকডাউন জারি করেছেন, তাতে সংকট আরও গভীর হয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ব্রাজিল দরিদ্র মানুষের দেশে পরিণত হতে যাচ্ছে।
এর আগে করোনাকে সামান্য ফ্লুর সঙ্গে তুলনা করেছিলেন বলসোনারো। এমনকি তার স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের প্রস্তাব দেওয়ায় তাকেও সরিয়ে দেন বলসোনারো।
মন্তব্য করুন