রমজানের শুরু থেকেই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছিল দুবাই পুলিশ। ভিক্ষা করার অপরাধে রমজান শুরু হওয়া থেকে এ পর্যন্ত ২৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা বিভিন্ন দেশের নাগরিক। বৃহস্পতিবার দুবাই পুলিশের এক পদস্থ কর্তা এই গ্রেপ্তারির কথা জানান। খবর গালফ নিউজ, খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনত অপরাধ। তার পরেও দুবাইয়ের রাস্তায় অনেকই দাঁড়িয়ে পড়ে ভিক্ষার আশায়। এদের মধ্যে বিদেশিই বেশি।

দুবাই পুলিশের অনুপ্রবেশকারী দফতরের পরিচালক কর্নেল আলি সালেম জানান, ২৪২ জনের মধ্যে ১৪৩ জন পুরুষ, ২১ জন নারী ভিক্ষুক ছাড়াও ৭৮ জন গ্রেফতার হয়েছে ফুটপাথে হকারির অভিযোগে।

কর্নেল মনে করেন, ভিক্ষাবৃত্তির সঙ্গে ডাকাতির মতো অন্যান্য অপরাধের সম্পর্ক থাকতে পারে। ভিক্ষার সময় শিশুদের সামনে রেখে সহানুভূতি আদায়েরও চেষ্টা হয় বলে তিনি জানান।

অভিযোগ জানাতে দুবাই পুলিশ অ্যাপের পুলিশ আই সার্ভিস ব্যবহার করতে বলেন কর্নেল সালেম। তার কথায়, সত্যিই যদি দুঃস্থ লোকজনকে আর্থিক ভাবে সাহায্য করতে চান, স্বীকৃত সংস্থার মাধ্যমে দান করুন। তাতে ঠিক জায়গায় সাহায্য পৌঁছবে।