- আন্তর্জাতিক
- লকডাউনের মধ্যেই হেলিকপ্টার কিনছে ভারত
লকডাউনের মধ্যেই হেলিকপ্টার কিনছে ভারত

ছবি: সংগৃহীত
করোনার ধাক্কায় বিশ্ব অর্থনীতি যখন টলমল, তখনও থেমে নেই ভারতের যুদ্ধবাজি। দেশটির অর্থনীতিও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, তবু হাজার কোটি টাকা খরচ করে নৌবাহিনীর জন্য হেলিকপ্টার কিনছে তারা।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে এই সরাসরি এই চুক্তি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বহু বছর ধরে ভারতীয় নৌসেনা ‘মেড ইন ইন্ডিয়া কলকাতা’ শ্রেণির যুদ্ধজাহাজ ব্যবহার করেছে। লকডাউনে বিহ্বল দেশটির কর্তাদের হঠাৎ মনে হলো, এবার তা পরিবর্তনের সময় এসেছে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৭ হাজার কোটি টাকার অস্ত্রচুক্তি সই করেছে তারা। নৌবাহিনীর জন্য ২৪টি অত্যাধুনিক হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। খবর এনডিটিভির।
জানা গেছে, অত্যাধুনিক এমএইচ৬০আর নামের সাবমেরিন হেলিকপ্টারগুলো এসে গেলে বাদ হয়ে যাবে নৌবাহিনীর বর্তমান সি কিং কপ্টারগুলো। এগুলো এখন প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে জানানো হয়েছে। দেশের জলসীমার সুরক্ষার জন্য উন্নত প্রযুক্তির চপারের প্রয়োজনীয়তার কথা অনেকদিন ধরেই জানিয়েছিল নৌবাহিনী। এই হেলিকপ্টারগুলো থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব।
তবে পুরো প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে ভারতের দর কষাকষি এখনও শেষ হয়নি বলে জানা গেছে। চপারের সঙ্গে আর কী কী অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে, তাও পুরো তথ্য প্রকাশ করা হয়নি। আগামী বছর এই হেলিকপ্টারগুলো ভারতীয় নৌসেনাদের হাতে এসে যাবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন