- আন্তর্জাতিক
- মাত্র ৩১ বছরেই মারা গেলেন অস্ট্রিয়ান রাজকুমারী মারিয়া
মাত্র ৩১ বছরেই মারা গেলেন অস্ট্রিয়ান রাজকুমারী মারিয়া

স্বামীর সঙ্গে মারিয়া গালিটজিনে। ছবি: এনডিটিভি
রাজ পরিবারে সদস্য হয়েও রাজ পরিবারের প্রচলিত রীতি ভেঙে দিয়েছিলেন মারিয়া গালিটজিনে। বিয়ে করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত শেফ ঋষিরূপ সিংকে। তবে দু'বছর বয়সী একটি ছেলে ও প্রিয় স্বামীকে রেখে মৃত্যু্বরণ করেন তিনি।
সম্প্রতি হাউসটনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খবর এনডিটিভির
অস্ট্রিয়ার প্রিন্সেস মারিয়া-আনা এবং প্রিন্স পিওটের গালিতজিনের কন্যা মারিয়া গালিটজিনে। তবে তিনি ছিলেন ব্যতিক্রমী এক ব্যক্তিত্ব। রাজ পরিবারে সদস্য হয়েও রাজ পরিবারের প্রচলিত রীতি ভেঙে দিয়েছিলেন। ২০১৭ সালের এপ্রিলে ভারতীয় বংশদ্ভূত পেশায় শেফ ঋষিরূপ সিংকে বিয়ে করেছিলেন মারিয়া। এমন নজির খুবই কম আছে। তাদের দু'বছর বয়সী একটি ছেলেও আছে। নাম ম্যাক্সিম।
ঋষিরূপ হাউসটন শহরের একজন্য প্রসিদ্ধ এক্সিকিউটিভ শেফ। আর মারিয়া ছিলেন ইন্টিরিয়র ডিজাইনার। কর্মসূত্রে ইউরোপ ও আমেরিকার একাধিক শহরে ঘুরে বসবাস করেছেন। তবে বিয়ের পরে স্বামী এবং ছেলেকে নিয়ে হাউসটনেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেছিলেন। ম্যাক্সিম তার চোখের মণি। মাঝেমধ্যেই ছেলের ছবি ফেসবুকে শেয়ার করতেন তিনি। এমনই জানানো হয়েছে স্থানীয় সংবাদপত্রে। মৃত্যুর চার দিন পরে হাউসটনের ফরেস্ট পার্ক ওয়েস্টহেইমার সিমেট্রিতে মারিয়ার দেহ সমাধিস্থ করা হয়েছে।
মন্তব্য করুন