- আন্তর্জাতিক
- কানাডায় জামাতে হচ্ছে না ঈদের নামাজ
কানাডায় জামাতে হচ্ছে না ঈদের নামাজ
কানাডার জামাতে ঈদের নামাজ না পড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। ক্যালগেরির মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরি এবং বিএম আইসিসি সিদ্ধান্ত নিয়েছেন, এ বছর একত্রিত হয়ে কোন ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।
ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এক প্রশ্নের জবাবে বলেন, কানাডার বর্তমান কোভিড ১৯ এর কথা চিন্তা করে সবাই একত্রিত হয়ে মসজিদে অথবা ময়দানে এ বছর ঈদের জামাত না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জুন মাসে মসজিদে নামাজ পড়ার পরিকল্পনা আছে।
অন্যদিকে বিএমআইসিসির সভাপতি কাজী রহমান সুজা জানান, বৈশ্বিক মহামারির এই দুর্যোগ মুহূর্তে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করেই করোনাভাইরাসের কারণে এ বছর আমরা ঈদের নামাজ জামাতে একত্রিত হয়ে আদায় করব না, তবে তিনি বাড়িতে থেকে সবাইকে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেন।
কানাডার অন্যান্য প্রভিন্সেও পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবার কোন খবর পাওয়া যায়নি। কানাডায় আজ রমজান মাসের ২৮ রোযা।
সামাজিক দূরুত্ব বিবেচনায় প্রবাসী বাঙালিদের মধ্যে এবার ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। সরকারি দেয়া বিধি নিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই তারা এবার পরিবার-পরিজন নিয়ে ঘরে থেকেই ঈদ করবেন।
ইতিমধ্যে কানাডার কিছু কিছু প্রদেশে লকডাউন শিথিল করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য সচল রাখার কথা চিন্তা করেই স্বাস্থ্যবিধি মেনেই কর্তৃপক্ষ তা করছে।
উল্লেখ্য, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন। করোনার বিস্তার ঠেকাতে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে ইতিমধ্যে আরও ৩০ দিন কড়াকড়ি অবস্থা থাকবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অপ্রয়োজনীয় ভ্রমণে এই কড়াকড়ি আরোপ।
কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩২৪ এবং মারা গেছে ৬ হাজার ১৫২ জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪১ হাজার ৭১৫ জন।
মন্তব্য করুন