ইংল্যান্ডের ডার্বি শহরে শিখদের উপাসনালয় গুরুদুয়ারায় হামলা ও ভাংচুরের অভিযোগে পাকিস্তানি বংশোদ্ভূত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ওই ব্যক্তির বিরুদ্ধে লন্ডন থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত গুরু অর্জন দেব গুরুদুয়ারার দেয়ালে একটি বার্তা লেখার পর সেখানে ভাংচুর চালান। ওই ব্যক্তি গুরুদুয়ারার দেয়ালে একটি ফোন নম্বরসহ লিখেন- 'চেষ্টা করুন কাশ্মীরের মানুষদের সাহায্য করতে। অন্যথায় সকলেরই সমস্যা হবে।'

স্থানীয় এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, লকডাউনের কারণে হামলা-ভাংচুরের সময় গুরুদুয়ারায় কেউ ছিল না। সেখানে তখন অনলাইনে কীর্তনের লাইভ স্ট্রিমিং চলছিল। তবে সিসিটিভি ক্যামেরায় ওই ব্যক্তিকে গুরুদুয়ারার জানলার কাঁচ ভাঙতে দেখা গেছে।

গুরু অর্জন দেব গুরুদুয়ারার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এক ব্যক্তি গুরুদুয়ারা চত্বরে প্রবেশ করে হাজার হাজার পাউন্ডের সম্পত্তি ভাংচুর করেছে। আমরা নিশ্চিত করে জানাচ্ছি, ঘটনায় কেউ আহত হননি। পরিষ্কারের কাজ শুরু হয়েছে।'

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয় : গুরুদুয়ারায় হামলা পাকিস্তানি আটক

মন্তব্য করুন