করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাংলাদেশসহ আরও ১১টি দেশ থেকে নিজেদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জাপান।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশে এ তথ্য জানানো হয়।

অন্য ১০ দেশের মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ ও দক্ষিণ আফ্রিকা।

আগে থেকেই যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের দেশগুলোসহ ১০০টি দেশে ছিল এই নিষেধাজ্ঞার তালিকায়। সেই তালিকায় নতুন করে বাঙলাদেশসহ আরও ১১টি দেশকে যুক্ত করা হলো।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন , জাপানে কোভিড-১৯ ছড়িয়ে পরা বন্ধ করতে সীমান্ত নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ দেশগুলো থেকে আসা দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা বাড়িয়ে দেয়া হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৩০ জনের।