- আন্তর্জাতিক
- করোনার নতুন ভরকেন্দ্র ব্রাজিল, আক্রান্ত ৫ লাখ
করোনার নতুন ভরকেন্দ্র ব্রাজিল, আক্রান্ত ৫ লাখ

ফাইল ছবি
ইউরোপ-আমেরিকা ছেড়ে করোনার ভয়াল থাবা এবার লাতিন আমেরিকায়। নতুন ভরকেন্দ্র কিংবা হটস্পট ব্রাজিল।
দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২৯ হাজারের বেশি। আক্রান্তের হিসেবে দ্বিতীয় ও মৃতের হিসেব চতুর্থ অবস্থানে উঠে এসেছে দেশটি। খবর বিবিসির।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ৪০৯ জন আক্রান্তসহ দেশটিতে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৯৯২ জন। এছাড়া একই সময়ে ৪০৮ জনের মৃত্যুসহ সেখানে মোট ২৯ হাজার ৩৪১ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি এসব তথ্য জানিয়েছে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
দেশটিতে মোট করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬ হাজার ৫৫৫ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ২ লাখ ৭৯ হাজার ২৬৭ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা গুরুতর।
সেখানে প্রতি ১০ লাখে ২ হাজার ৪২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত প্রতি দশ লাখে ১৩৮ জন। প্রতি দশ লাখে ৪ হাজার ৩৭৮টি টেস্টসহ মোট ৯ লাখ ৩০ হাজার ১৩টি টেস্ট করেছে ২১ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৫১৮ জনসংখ্যার দেশ ব্রাজিল।
মন্তব্য করুন