- আন্তর্জাতিক
- রেডিট সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ, নিজের স্থানে দেখতে চান একজন কৃষ্ণাঙ্গকে
রেডিট সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ, নিজের স্থানে দেখতে চান একজন কৃষ্ণাঙ্গকে

রেডিট সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান
সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান রেডিটের বোর্ড সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান। শুক্রবার পদত্যাগের পর অ্যালেক্সিস বলেছেন, তিনি চান একজন কৃষ্ণাঙ্গকে নিয়োগ দিয়ে তার জায়গাটি পূরণ করা হোক।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোক্তা অ্যালেক্সিস আরও বলেছেন, রেডিটের শেয়ার থেকে তিনি যে লভ্যাংশ পাবেন তা ‘কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের উন্নয়নে’ ব্যয় করবেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে পুলিশি নিপীড়ন আর বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনে সমর্থন দিয়েছেন অ্যালেক্সিস। এ নিয়ে কয়েক সিরিজে টুইটও করেছেন তিনি। এর একটিতে অ্যালেক্সিস লিখেছেন, ‘‘কালো মেয়ের বাবা হিসেবে আমি কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। ‘বাবা তুমি আমাদের জন্য কী করেছ’?- মেয়ের এ প্রশ্নের জবাবে আমাকে যেন চুপ থাকতে না হয়।’’
অ্যালেক্সিস দুনিয়ার বিখ্যাত কৃষ্ণাঙ্গ নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসের স্বামী। কৃষ্ণাঙ্গ অধিকার নিয়ে কাজ করা নো ইউর রাইটস ক্যাম্পকে ইতোমধ্যে ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন অ্যালেক্সিস।
টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় অ্যালেক্সিস বলেছেন, ‘বিভক্ত জাতিকে এক করার লড়াই চলছে। এ লড়াই থামানো যাবে না।’
১৫ বছর আগে কলেজের দুই বন্ধু অ্যারন শোয়ার্টজ এবং স্টিভ হাফম্যানের সঙ্গে মিলে রেডিট প্রতিষ্ঠা করেন অ্যালেক্সিস। ২০১৮ সালে প্রতিদিনের দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। তবে এতদিন প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য হিসেবে থেকে গিয়েছিলেন অ্যালেক্সিস। গত বছর রেডিট প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে যুক্ত করে পোর্টার গেলকে।
তবে রেডিটের বিরুদ্ধে বর্ণবাদী কিছু কন্টেন্টকে সুবিধা দেওয়ার অভিযোগ আছে। পরে অবশ্য সামাজিক মাধ্যমটি বেশ কিছু বর্ণবাদী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করে দেয়।
মন্তব্য করুন