- আন্তর্জাতিক
- ‘পাকিস্তানের মন্ত্রী আমায় রেপ করেছেন’
‘পাকিস্তানের মন্ত্রী আমায় রেপ করেছেন’

সিন্থিয়া ডি রিচি
এক মার্কিন নারী ব্লগারকে ঘিরে পাকিস্তানে হঠাৎ করে আলোচনার ঝড় বইছে। ওই নারী ব্লগারের নাম সিন্থিয়া ডি রিচি। সাবেক পাক স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক তাকে একাধিক বার ধর্ষণ করেছেন বলে অভিযোগে তুলেছেন তিনি।
সিন্থিয়ার দাবি, মালিক ২০১১ সালে পানীয়র সঙ্গে উত্তেজক ওষুধ খাওয়ায় দিয়ে তাকে ধর্ষণ করেন৷ তার আরও দাবি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মখদুম শাহবুদ্দিন ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তাকে শারীরিক নির্যাতন করেন৷ আসিফ আলি জারদারি ছিলেন তখন প্রেসিডেন্ট৷ খবর নিউজ-১৮
ওই নারীর অভিযোগের পর রীতিমতো 'টালমাটাল' বিলাউল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)৷ দলের পক্ষ থেকে সিন্থিয়ার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে৷ পিপিপি বলছে, সিন্থিয়া মিথ্যা বলছেন।
এক টুইটে সিন্থিয়া লিখেন, 'ঘটনাটি ঘটে পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঘটে। ওসামা বিন লাদেনের মৃত্যু সেই সময়েই হয়েছিল। ভেবেছিলাম আমাকে ভিসা দেওয়ার জন্য ডেকেছেন তিনি, কিন্তু যাওয়ার পরেই পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাইয়ে দেওয়া হয়।'
এক ফেসবুক পোস্টে সিন্থিয়া আরও লিখেন, পাকিস্তান তার দ্বিতীয় বাসস্থান এবং ওই ঘটনার প্রমাণ তার কাছে রয়েছে৷ আগামী সপ্তাহে বিস্তারিত তথ্যপ্রমাণ প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
মন্তব্য করুন