- আন্তর্জাতিক
- জুলাই শেষে সংক্রমণ সাড়ে ৫ লাখ ছাড়াবে দিল্লিতে
জুলাই শেষে সংক্রমণ সাড়ে ৫ লাখ ছাড়াবে দিল্লিতে

জুলাই শেষে ভারতের রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যাবে। আক্রান্তদের চিকিৎসা দিতে কমপক্ষে আরো ৮০ হাজার বেডের দরকার হবে বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।
রাজ্য কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী সপ্তাহগুলোতে রাজধানীতে প্রায় ২০ গুণ বেশি সংক্রমণ দেখা দেবে। মঙ্গলবার এ আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। আগের দিন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এল-জি) অনিল বৈজালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা জানান উপ মুখ্যমন্ত্রী। ২১তম এল-জি বলেছিলেন, দিল্লির হাসপাতালগুলো দিল্লির বাসিন্দাদের জন্যই সংরক্ষিত করা হোক। খবর এনডিটিভির
ভারত ভাইরাসে বিধ্বস্ত অর্থনৈতিক ঘাটতি লাঘবে জাতীয় লকডাউন শিথিল করছে। তবে বিশ্বের দ্বিতীয়-জনবহুল দেশটিতে বুধবার পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৪১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ সংক্রমণ। মুম্বাই ও দিল্লির মতো জনাকীর্ণ মেগাসিটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার নতুন সংক্রমণের খবর এসেছে।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ জুলাইয়ের শেষের দিকে সংক্রমণ আরও বেড়ে ৫ লাখ ৫০ হাজারে পৌঁছার আশঙ্কা করছেন, বর্তমানে যা রয়েছে ৩০ হাজার।
তিনি বলেন, ‘১৫ জুনের মধ্যে ৪৪ হাজার, ৩০ জুনের মধ্যে ১ লাখ এবং জুলাইয়ের মধ্যে ২ লাখ ২৫ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ঘটব এবং সে অনুযায়ী আমাদের প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা দরকার’।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রায় দুই কোটি লোকের শহর, যেখানে ইতোমধ্যে হাসপাতালগুলো ভরপুর এবং অকল্পনীয় দৃশ্য থেকে জানা যায়, শ্মশানঘাট লাশ পোড়াতে হিমশিম খাচ্ছে। প্রয়োজন ৮০ হাজার হাসপাতালের শয্যা। গত সপ্তাহে দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, করোনাভাইরাস রোগীদের জন্য দিল্লিতে প্রায় ৯ হাজার শয্যা রয়েছে।
মন্তব্য করুন