- আন্তর্জাতিক
- সঙ্কটকেই পরিবর্তনের টার্নিং পয়েন্ট ভাবছেন মোদি
সঙ্কটকেই পরিবর্তনের টার্নিং পয়েন্ট ভাবছেন মোদি

নরেন্দ্র মোদি
করোনার হানা, পঙ্গপালের উপদ্রব, ভূমিকম্পের বিধ্বংসী আশঙ্কা, বন্যা-সাইক্লোন, অর্থনীতির বিপর্যয় এবং ঠিক এসময়গুলোতে গোদের ওপর বিষফোঁড়ার মতো লাদাখে চীনের উৎপাত। এত সঙ্কট নিয়ে ত্রাহি ত্রাহি দশা এখন ভারতের শাসকদের। কিন্তু এতসব সঙ্কটের মধ্যেও দিশেহারা হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (আইসিসি) ৯৫ তম বার্ষিক প্লেনারি সেশনে তিনি বলেন, করোনাভাইরাসজনিত সঙ্কটকেই আমাদের টার্নিং পয়েন্ট হিসেবে নিতে হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আত্মনির্ভর ভারত অভিযানের বিষয়ে জোর দিয়ে মোদি বলেন, ‘এই সঙ্কটের মুহূর্তকেই প্রতিটি ভারতবাসীকে সুযোগে পরিবর্তন করে ফেলতে হবে। তা করতে গেলে প্রয়োজন আত্মনির্ভরতার। গোটা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। ভারতও করছে। করোনার পাশাপাশি অন্যান্য প্রতিকূল অবস্থাও তৈরি হচ্ছে।’
পঙ্গপালের হামলার বিষয়ে মোদি বলেন, দেশের একাধিক জায়গায় পঙ্গপাল হানা দিচ্ছে, ভূমিকম্পের খবর আসছে, সাইক্লোন হয়েছে। করোনার সঙ্গেই এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, ‘মনেই হার, মনেই জিত। আমাদের ইচ্ছেশক্তিই আমাদের ভবিষ্যত্ গড়ে দেবে। বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে স্বদেশি পণ্যের ব্যবহার বাড়াতে হবে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই সঙ্কটকেই দেশের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট করতে হবে। দেশ বর্তমানে শুধু কভিড ১৯ এর বিরুদ্ধেই লড়াই করছে না। আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দেশ। এই সঙ্কটকে সুযোগে বদলাতে হবে দেশের প্রতিটি নাগরিককে।
মন্তব্য করুন