করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে এ বছর মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ পবিত্র হজ নির্ধারিত সময়ে হচ্ছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সৌদি আরব সরকার এবারের হজের তারিখ এগিয়ে আনার চিন্তাভাবনা করছে।

রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বাংলা এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসল্লি জড়ো হন। কিন্তু চলতি বছর সেটা হবে কি হবে না সেটা এখনো বলা যাচ্ছে না। সৌদি আরবের সরকার চাইছে এটা সামনে এগিয়ে নিতে। এ ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে।

বিবিসি বলছে, ২৮ জুলাই শুরু হওয়ার কথা হজ্। সৌদি আরব হজে প্রতি বছর ৫ বিলিয়ন ডলার রাজস্ব তোলে। করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথমবার যে হজ নিয়ে শংকা দেখা দিয়েছে।

এদিকে, সৌদি আরব রোববার থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে তবে বাদবাকি কড়াকড়ি বহাল থাকবে। এখন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে।