ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার লাখ পেরিয়ে গেছে। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার জন নতুন করে সংক্রমিত হয়েছেন। প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। খবর এনডিটিভির। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার একদিনে ১৫ হাজার ৯৬৮ জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৫৬ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। এতে মোট প্রাণ হারালেন ১৪ হাজার ৪৭৬ জন। তবে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৫৮ হাজার করোনা রোগী সুস্থ হয়েছেন।

দেশে মোট করোনা আক্রান্তের প্রায় ৬০ শতাংশই তিন রাজ্য মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু থেকে। সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্র রাজ্যে আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ১০ জন। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ২১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সে রাজ্যে। দিল্লিতেও প্রতিদিন উল্লেখযোগ্য হারে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের দিক থেকে তামিলনাড়ুকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা দিল্লিতে এখন মোট আক্রান্ত ৬৬ হাজার ৬০২ জন। তামিলনাড়ুতে ৬৪ হাজার ৬০৩ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাটে মোট আক্রান্ত ২৮ হাজার ৩৭১ জন। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যে ১৮ হাজার ৮৯৩ জন, রাজস্থানে ১৫ হাজার ৬২৭ জন ও পশ্চিমবঙ্গে ১৪ হাজার ৭২৮ জন আক্রান্ত হয়েছে। 

এদিকে মৃত্যুর দিক থেকেও এক নম্বরে মহারাষ্ট্র। এ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৩১ জনে পৌঁছেছে। দিল্লিতেও মারা গেছেন ২ হাজার ৩০০ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গিয়েছেন ১ হাজার ৭১০ জন। এছাড়া তামিলনাড়ু রাজ্যে ৮৩৩জন, উত্তরপ্রদেশে ৫৮৮ জন, পশ্চিমবঙ্গে ৫৮০জন এবং মধ্যপ্রদেশে ৫২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।