- আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত করলেন কিম
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত করলেন কিম

ফাইল ছবি
অবশেষে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধাবস্থা থেকে পিছিয়ে এল উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিমং জং উনের ছোটবোন, রাষ্ট্রীয় ক্ষমতায় ভাইয়ের পরেই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কিম ইয়ো জংয়ের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি এবং এর পরই দু’দেশের লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল কোরীয় উপদ্বীপ এলাকায়, উত্তর কোরিয়ার সর্বশেষ এই ঘোষণায় তাতে কিছুটা হলেও ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে। কিম জং-উনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারের এক বৈঠকের পর সামরিক পদক্ষেপ থেকে সরে আসার এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসির।
এ বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত বৈঠকে ‘দেশের যুদ্ধ প্রতিরোধকে আরও উৎসাহিত করার’ ব্যবস্থাগুলোর রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।
কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটির সদস্যরা ‘বিদ্যমান পরিস্থিতি’ পর্যবেক্ষণ করেন’। তবে এই ‘বিদ্যমান পরিস্থিতি’র কোনও ব্যাখ্যা দেয়নি সংবাদমাধ্যমটি।
এর আগে, উভয় দেশের সীমান্তের অন্যপাশ থেকে বেলুনের সাহায্যে লিফলেটের মাধ্যমে নানা রকমের প্রচারণা চালানো হয়। এর জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। এদিকে উত্তেজনার মধ্যেই সীমান্তবর্তী শহর ক্যাসংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দেওয়ার পর কুমগ্যাং রিসোর্ট ও কায়েসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে সেনা মোতায়েন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া।
মন্তব্য করুন