করোনা চেনে না কে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আর কে খেটে খাওয়া দিনমজুর। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে গেছেন, হন্ডুরাসের রাষ্ট্রনায়ক হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আর দুনিয়া ছেড়ে চলে গেছেন বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা। সারাবিশ্বে প্রাণঘাতী এই মহামারি ঠেকাতে চলছে লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে সকল দেশের জনগণকে। স্বাস্থ্যবিধি অমান্য করলে গুনতে হচ্ছে জরিমানাও। এমনকি জরিমানা দিতে হচ্ছে খোদ দেশের প্রধানমন্ত্রীকেও। জরিমানা দেয়া এই প্রধানমন্ত্রীর নাম বয়কো বরিসোভ। বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে ১৭৪ ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মাস্ক না পরে হাজার বছরের পুরোনো একটি গির্জা পরিদর্শনে গেলে তাকে এই জরিমানা দিতে হয়। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুসারে, বুলগেরিয়াতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন। তবে মহামারি রুখতে বেশ কঠোর ভূমিকা পালন করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়াই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে। ওই সময় তার যেসব সফরসঙ্গীরা মাস্ক পরেননি, তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান তিনি।