- আন্তর্জাতিক
- ভারত-চীন সীমান্ত উত্তেজনার মাঝে পাকিস্তানের নতুন ‘চাল’
ভারত-চীন সীমান্ত উত্তেজনার মাঝে পাকিস্তানের নতুন ‘চাল’

প্রতীকী চিত্র
লাদাখ সীমান্তের ঘটনায় ভারতের সঙ্গে চীনের এমনিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই সুযোগে ভারতকে আরও চাপে ফেলতে পাকিস্তার নতুন ‘চাল’ চেলেছে বলে ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে৷
সূত্রের বরাত দিয়ে নিউজ এইটিন জানায়, সম্প্রতি নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন অনেকটাই বাড়িয়ে দিয়েছে পাকিস্তান৷ ভারত যখন একদিকে চীনকে সামলাতে ব্যস্ত, তখন নিজেদের সীমান্তেও সেনা বাড়িয়ে ভারতীয় সেনার উপর চাপ আরও বৃদ্ধির চেষ্টা করছে ইসলামাবাদ৷
ভারতের সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের রাওয়ালপিণ্ডি, লাহৌর, মুলতান, অ্যাবোটাবাদ, ফৈসলাবাদের সেনা ঘাঁটি থেকে বাহিনীকে এনে নিয়ন্ত্রণরেখায় বরাবর মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান৷
গত ৭ জুন থেকে ১৫টি অতিরিক্ত ব্যাটেলিয়নের সেনাদের ভারতের কুপওয়ারা এবং পুঞ্চ সীমান্ত বরাবর মোতায়েন করেছে পাকিস্তান৷ ২৮ নম্বর পাকিস্তান রাইফেল রেজিমেন্টকে পাক অধিকৃত কাশ্মীরে তিন নম্বর রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে৷ আর ৯ নম্বর আজাদ কাশ্মীর রেজিমেন্টকে রাওলাকোটে সেকেন্ড রেজিমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর আরও একাধিক জায়গায় কর্তব্যরত বাহিনীর সঙ্গে অতিরিক্ত সেনা যুক্ত করা হয়েছে৷
এর পাশাপাশি রাওয়ালপিণ্ডি থেকে এসএসজি-র দু'টি রেজিমেন্টকেও নিয়ন্ত্রণরেখায় নিয়ে আসা হয়েছে৷ এই বাহিনীর সব জওয়ানেরই স্নাইপার প্রশিক্ষণ রয়েছে৷ নিয়ন্ত্রণরেখায় পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ষাটটি ফরওয়ার্ড পজিশনে জওয়ানদের পাঠানো হয়েছে৷ তার সঙ্গে যুক্ত করা হয়েছে এসএসজি-কে৷
সূত্রের দাবি, অতিরিক্ত সেনা মোতায়েনের পর থেকেই গত কয়েকদিন ধরে পাকিস্তানের দিক থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে৷ যাতে সেই সুযোগে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করতে পারে৷ তবে এতকিছু করেও পাক সেনা সুবিধা করতে পারছে না৷ সূত্রের খবর অনুযায়ী গত এক মাসে ভারতীয় সেনার পাল্টা জবাবে ২৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে৷ অন্তত ৬০ জন আহত হয়েছে৷
জানা গেছে, পাক অধিকৃত কাশ্মীরের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে সেনা জওয়ানদের জন্য রক্ত এবং বেডের ব্যবস্থা তৈরি রাখতে বলা হয়েছে৷
মন্তব্য করুন