- আন্তর্জাতিক
- করোনায় তৃণমূল বিধায়কের মৃত্যু
করোনায় তৃণমূল বিধায়কের মৃত্যু

তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেস বিধায়ক তমোনাশ ঘোষ মারা গেছেন। বুধবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি।
কাজের সূত্রে গত মাসে দুর্গাপুরে গিয়েছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গত ২৪ মে তাকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তীব্র শ্বাসকষ্টের জন্য প্রথম থেকেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার কারণে তার গলায় সংক্রমণ হয়েছিল। গত তিনদিন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। বুধবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে এদিন রাজ্যের সচিবালয় নবান্নে সর্বদলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭০ জন, সুস্থ হয়েছেন ৫৩১ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭২৮ জনে। আরও ১১ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মারা গেছেন ৫৮০ জন। এদিকে সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ২১৮ জন।
এই মুহূর্তে রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৩০ জন। বুধবার পর্যন্ত রাজ্যের ৪৯টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৪ লাখ ২০ হাজার ২৭৭। তার মধ্যে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৪২৩ জনের।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮ হাজার ৮১৯ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯১ হাজার ৪৬৯ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ লাখ ২১ হাজার ২৯৪ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৩৯৪ জনকে।
অন্যদিকে, কলকাতায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮১৫ জন। এদিন কলকাতায় আরও ৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জনে। এছাড়া উত্তর ২৪ পরগণায় ৩ জন, হাওড়ায় ৪ জন এবং পূর্ব মেদিনীপুর ১ জনের মৃত্যু হওয়ায় মোট আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগণায় ৫৫ জন এবং হাওড়ায় ৪৯ জন আক্রান্ত হয়েছেন।
উত্তরবঙ্গের কোচবিহার, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম ছাড়া সংক্রমণ বেড়েছে রাজ্যের বাকি সবকটি জেলাতেই।
মন্তব্য করুন