পূর্ব লাদাখের গালওয়ান নদী উপত্যকায় আগের অবস্থান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে নিজের সেনা সরিয়ে নিয়েছে চীন। ১৫ জুন চীনা সেনাদের সঙ্গে মারাত্মক লড়াইয়ে ২০ সেনা নিহত হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনারাও পিছিয়ে এসেছে তাদের আগের অবস্থান থেকে। এর ফলে উভয় পক্ষের সেনাদের মধ্যে একটা বাফার জোন তৈরি করা হয়েছে। সোমবার জানা গেছে এখবর। খবর এনডিটিভির।

তবে এটা কতদিনের জন্য সেটা স্পষ্ট নয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। একজন সেনা কর্মকর্তা বলেছেন, এটা কতদিন স্থায়ী হয়, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।এটি দীর্ঘস্থায়ী, সত্যিকারের নিষেধাজ্ঞার কিনা তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক লাদাখ সফরের তিনদিন পর ২৪ ঘণ্টার মধ্যে এমন ঘটনা ঘটল।শুক্রবার তিনি কয়েক হাজার সেনাকে সম্বোধন করে চীনের নাম না নিয়ে বলেছিলেন, সম্প্রসারণবাদের যুগ শেষ হয়েছে এবং সম্প্রসারণবাদী শক্তি হেরে গেছে কিংবা ফিরে যেতে বাধ্য হয়েছে।  

গত বুধবার, গ্যালওয়ান উপত্যকার সংঘর্ষের পরে তৃতীয় দফায় আলোচনার জন্য ভারত ও চীনা সেনাবাহিনীর কমান্ডাররা ১২ ঘণ্টা ধরে বৈঠক করেন।  

লেফটেন্যান্ট-জেনারেল-স্তরের আলোচনায় ভারত ও চীনের মধ্যকার ডি-ফ্যাক্টো সীমান্ত নিয়ন্ত্রণের টানাপোড়েন হ্রাস করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করা হয়।