ভারতের পশ্চিমবঙ্গে একটি বাজার থেকে ঝুলন্ত অবস্থায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি।

সোমবার সকালে উত্তর দিনাজপুরের একটি বাজার থেকে ওই বিজেপি বিধায়কের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর এনডিটিভির

উত্তর দিনাজপুর জেলার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সকালে হেমতাবাদ এলাকায় একটি দোকানের কাছে দেবেন্দ্রনাথের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

এদিকে এই মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘উত্তর দিনাজপুরের সংরক্ষিত আসন হেমতাবাদ থেকে  বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের দাব, তাঁকে প্রথমে খুন করা হয় এবং পরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার অপরাধ ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।’

২০১৬ সালে বিধানসভা ভোটে হেমতাবাদ আসন থেকে সিপিআইএমের হয়ে জিতেছিলেন দেবেন্দ্রনাথ। টানা তিনবার পঞ্চায়েত প্রধানও ছিলেন। পরে গত বছর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।