- আন্তর্জাতিক
- ‘কোভিড-১৯’ পার্টিতে যোগ দিয়ে করোনায় তরুণের মৃত্যু
‘কোভিড-১৯’ পার্টিতে যোগ দিয়ে করোনায় তরুণের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বে প্রতিদিনই প্রাণ হরাচ্ছে মানুষ। কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক তরুণ -তরুণীর এটাকে ধাপ্পাবাজি হিসেবে দেখছেন। কোথাও কোথাও ‘কোভিড-১৯’পার্টির ট্রেন্ডও শুরু হয়েছে। সম্প্রতি এমনই এক পার্টিতে যোগ দিয়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছরের ওই তরুণ কিছুদিন আগে করোনা সংক্রমিত এক ব্যক্তির আয়োজনে এক পার্টিতে যোগ দেন। সেখান থেকেই করোনায় আক্রান্ত হন তিনি।
সান আন্তোনিওর মেথোডিস্ট হাসপাতালের চিফ মেডিকেল অফিসার জেন আপেলবি বলেছেন, ওই ব্যক্তি মনে করেছিলেন ভাইরাসটি আসলে একটা ধাপ্পাবাজি, যদিও আমেরিকাতে এখনও পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারেরও বেশি লোক মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
রোববার মার্কিন গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে অ্যাপলবি জানিয়েছেন, কেউ এই রোগে আক্রান্ত হবে এবং তাদের বন্ধুরা এটা কাটিয়ে উঠতে পারে কিনা তা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এমন পার্টির আয়োজন করা হয়।
ওই চিকিৎসক আরও জানান, মৃত্যুর আগে ওই তরুণ নিজের ভুল স্বীকার করেছেন এক নার্সের কাছে।
জেন আপেলবি বলেন, ওই তরুণ মনে করেছিলেন এই ভাইরাসের কথা বলে গোটা বিশ্বকে ধাপ্পা দেওয়া হচ্ছে। তরণটি আরও ভেবেছিলেন, তার বয়স অল্প, এই রোগ তাকে আক্রান্ত করতে পারবে না।
জেন আপেলবি আরও বলেন, তরুণ রোগীরা প্রায়ই বুঝতে পারেন না যে তারা কতটা অসুস্থ।
রোগটির ঝুঁকি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহবান জানিয়ে ওই চিকিৎসক বলেন, তরুণদের অনেকসময় অসুস্থ বলে মনে হয় না। কিন্তু করোনা আক্রান্ত তরুণদের অক্সিজেনের মাত্রা এবং ল্যাবের বিভিন্ন পরীক্ষা থেকে দেখা যাচ্ছে সুস্থ দেখালেও আসলে তারা অনেক অসুস্থ হয়ে পড়ছেন।
করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই রোববার শরতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য ট্রাম্প প্রশাসন থেকে চাপ দেয়া হয়েছে। এজন্য অনেকেই তরুণদের কর্মকাণ্ডকে দায়ী করছেন।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জন মানুষ। এর মধ্যে মৃত্যূ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জনের।
মন্তব্য করুন