বিশ্বের ৮০ জনের বেশি মিলিওনিয়ার এক খোলা চিঠিতে সমাজের সবচেয়ে ধনীব্যক্তিদের ওপর আরও বেশি হারে কর বসানোর আহ্বান জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারির পর এখন যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মিলিওনিয়াররা এই আহ্বান জানান। খবর বিবিসির

চিঠিতে তারা বলেন, ‍‘বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমাদের প্রতিদিন চাকরি হারানো, গৃহহীন হওয়া কিংবা আমাদের পরিবারের ভরণ-পোষণ কিভাবে হবে সেই চিন্তায় থাকতে হয় না। এই জরুরী সংকটের সময় আমাদের সামনের কাতারে দাঁড়িয়ে লড়তে হচ্ছে না। আমাদের করোনাভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনাও কম।’

‘কাজেই দয়া করে আমাদের ওপর কর বসান। কর বসান। কর বসান। এটাই সঠিক পথ। এটাই একমাত্র পথ।’

সাতটি দেশের মোট ৮৩ জন মিলিওনিয়ার এই চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন ডিজনির উত্তরাধিকারী টম এবং অ্যাবিগেইল ডিজনি, ওয়্যারহাউস গ্রুপের প্রতিষ্ঠাতা স্টিফেন টিনডাল এবং ‘বেন এন্ড জেরিস’ আইসক্রিমের জেরি গ্রিনফিল্ড।