- আন্তর্জাতিক
- কলম্বিয়ায় বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দিচ্ছে কুকুর
কলম্বিয়ায় বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দিচ্ছে কুকুর

মহামারী করোনাভাইরাসের জেরে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বন্ধ ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এ থেকে উত্তরণের জন্য এক অভিনব পন্থা অবলম্বন করে ব্যবসা পরিচালনা করছেন এক নারী উদ্যোক্তা। তার পোষা কয়েকটি কুকুর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে পণ্য।
পণ্য দেওয়ার পর, মুখে করেই কুকুর বুঝে নিচ্ছে অর্থ। এই নিয়মে হ্রাস করা যাচ্ছে সংক্রমণের ঝুঁকিও।
এক বাসিন্দা বলেন, এলাকাবাসীকে খুব ভালো করেই চেনে আমার কুকুরগুলো। তাই ওদের বুঝিয়ে দিলেই জায়গা মতো চলে যায়। পাউরুটি, চকলেট, ফলসহ নানা পণ্য পৌঁছে দিয়ে আসে। করোনার এই সময়ে বাড়ি বাড়ি গিয়ে পণ্য সরবরাহ, পোষা কুকুরগুলোর মাধ্যমে সহজ হয়ে উঠেছে।
ক্রেতারাও বেশ খুশি বাসায় বসে কাঙ্ক্ষিত পণ্য পেয়ে। এই কুকুরগুলো খুবই স্মার্ট ও ভালো। সবসময় তারা ব্যস্ত থাকে। তাদের এই নিবেদন সত্যিই দারুণ। স্থানীয় মানুষদের ভালোবাসায় এখন সিক্ত প্রভুভক্ত কুকুরগুলো। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন