করোনা মোকাবেলায় বিরল এক নজির স্থাপন করেছে আরব সাগরের বুকে অবস্থিত ভারতের লাক্ষা দ্বীপপুঞ্জ। করোনা মহামারিতে ধুঁকছে পুরো ভারত, অথচ এই অঞ্চলে এখনো সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জে আজ পর্যন্ত একটিও পজিটিভ কেস শনাক্ত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বাকি দেশের তুলনায় অনেক আগে থেকে যাতায়াতে কড়াকড়ি আরোপ করা-সহ নানা পদক্ষেপ নেওয়ার ফলেই প্রত্যন্ত লাক্ষাদ্বীপ ভাইরাস ঠেকানোয় এই বিরল সাফল্য পেয়েছে। খবর বিবিসি বাংলার।

লাক্ষাদ্বীপের প্রায় ৭০ হাজার জনসংখ্যার ৯৭ শতাংশই মুসলিম। ওই অঞ্চলের এমপি মোহাম্মদ ফয়জল বলেছেন, দ্বীপে বহিরাগতদের প্রবেশ আটকেই তারা এই সাফল্য পেয়েছেন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর তালিকায় শুধু এই একটি অঞ্চলের নামই আজ পর্যন্ত আসেনি। কারণ সেখানে কোনও পজিটিভ কেসই মেলেনি। এমন কী, সম্প্রতি লাক্ষাদ্বীপের প্রশাসন সেখানে ফের স্কুল খোলার জন্যও কেন্দ্রের অনুমতি চেয়েছে, বাকি দেশ যে পদক্ষেপের কথা এখনও ভাবতেই পারছে না।

মোহাম্মদ ফয়জল বলেন, যখন জানুয়ারির শেষে কেরালায় প্রথম করোনা রোগীর সন্ধান মেলে, আমরা তখনই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশি ও বিদেশি পর্যটকদের আসা বন্ধ করে দিই।এমন কী, এন্ট্রি পারমিট নিয়ে যারা এখানে ঠিকা শ্রমিকের কাজ করতে আসেন তাদের জন্যও লাক্ষাদ্বীপের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া পুলিশ এখানে কারফিউ বা ১৪৪ ধারাও খুব কঠোরভাবে বলবৎ করেছে এবং লোকজনও অযথা বাড়ির বাইরে বের হন না।