- আন্তর্জাতিক
- ভারতে একদিনে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত
ভারতে একদিনে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত

হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। একদিনের হিসেবে ভারতে এবার সর্বোচ্চ ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছ।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।
সরকারের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪২৫ জন, মৃত্যু হয়েছে ৬৮১ জন। একদিনের হিসেবে মৃত ও শনাক্তের এই সংখ্যাই সর্বোচ্চ।
বিশ্বজুড়ে করোনার সংক্রমণের হিসেবে এই মুহূর্তে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন, মৃতের সংখ্যা ২৭ হাজার ৪৯৭।
বাংলাদেশের প্রতিবেশী এই দেশে এখন করোনা আক্রান্ত হয়ে সুস্থতার হার ৬২.৬১। সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে তামিল নাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ ও গুজরাট।
মন্তব্য করুন