ভারতের মহারাষ্ট্র থেকে কেরালার দূরত্ব ১৭শ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে একটি ট্রাকের সময় লাগে ৫ থেকে ৭ দিন। সেখানে যদি পুরো একবছর সময় লেগে যায় তখন বিষয়টাকে অবিশ্বাস্যই মনে হতে পারে। কিন্তু সে অবিশ্বাস্য ব্যাপারটাই ঘটেছে। ২০১৯ সালের জুলাই মাসে মহারাষ্ট্রের নাসিক থেকে রওনা হওয়া ট্রাকটি কেরালার তিরুঅনন্তপুরমে পৌছেছে শনিবার, ১৮ জুলাই৷ ৭৪ চাকার ওই দৈত্যাকার ট্রাকটিতে ছিল ৭৮ টন ওজনের একটি যন্ত্র। দেশটির বিক্রম সারাভাই স্পেস স্টেশনের জন্য ওই যন্ত্রটি স্থানান্তর করা হয়েছে। খবর নিউজ এইটিন-এর।

চারটি রাজ্য পেরিয়ে গন্তব্যে পৌঁছা ট্রাকটিকে অবশ্য অত্যন্ত ধীর গতিতে চালিয়ে আনা হয়েছিল। কঠোরভাবে নজর রাখা হয়েছিল, যন্ত্রটির যাতে কোনো ক্ষতি না হয়। যেসব রাজ্য দিয়ে ট্রাকটি এসেছে, সেখানকার প্রশাসনের পক্ষ থেকে সেটির পথ করে দেওয়ার জন্য পুলিশ এসকর্টের পাশাপাশি বিশেষ ব্যবস্থাও করে দিতে হয়৷ অন্যান্য যানবাহন আটকে রাখার পাশাপাশি কোথাও খারাপ রাস্তা মেরামত করতে হয়েছে, কোথাও আবার গাছের ডাল কেটে, বিদ্যুতের খুঁটি সরিয়ে বিশাল এই ট্রাকটিকে চলার পথ করে দিতে হয়েছে৷

এমনিতে এক মাস আগেই ট্রাকটি হয়তো তিরুঅনন্তপুরমে পৌঁছে যেত৷ কিন্তু লকডাউনের জন্য প্রায় একমাস ধরে ট্রাকটি অন্ধ্রপ্রদেশে আটকে ছিল৷