- আন্তর্জাতিক
- করোনা ঠেকাতে জম্মু-কাশ্মীর পথ দেখাচ্ছে: ইউরোপীয় সংসদ
করোনা ঠেকাতে জম্মু-কাশ্মীর পথ দেখাচ্ছে: ইউরোপীয় সংসদ

ইউরোপীয় সংসদ বলেছে, বিশ্বের বড় বড় দেশ যখন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে তখন ভারতের জম্মু-কশ্মীর রাজ্য কোভিড-১৯ এর বিস্তারকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেছে এবং এই অঞ্চলে প্রতিদিনের জীবনযাত্রা স্বাভাবিক করে তুলেছে।
ইইউ ক্রনিকলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কার্যকর নিয়ন্ত্রণে জম্মু-কাশ্মীরকে উদাহরণ উল্লেখ করে ইউরোপীয় সংসদে পোল্যান্ডের সদস্য রিসার্ড জার্নেক্কি বলেন, 'বিশ্বের অন্যান্য দেশকে করোনা থেকে পুনরুদ্ধারে জম্মু-কাশ্মীর একটি রোডম্যাপ দেখাচ্ছে।' খবর এএনআইয়ের।
তিনি বলেন, 'ভারতের ৭০০ জেলার মধ্যে ১৬টি জেলার একটি ছোট্ট তালিকায় ছিল জন্মু-কাশ্মীরের শ্রীনগরে, যেখানে করোনা নিয়ন্ত্রন সর্বোত্তম অভ্যাস প্রতিপালনের জন্য বলা হয়েছিল।'
ভারতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রিসার্ড জার্নেক্কি বলেন, 'দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, তুষারাবৃত পাহাড়, স্মৃতিসৌধ ও স্থানীয় হস্তশিল্পের জন্য বিশ্বখ্যাত ওই এলাকাটি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ও তার গৌরবময় স্বাভাবিক দিনে ফিরছে।'
তিনি জম্মু-কাশ্মীর প্রশাসনের প্রশংসা করে বলেন, 'করোনভাইরাস মোকাবিলার জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়েছিল।'
উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবিলায় সফল জম্মু-কাশ্মীর ১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ৷
মন্তব্য করুন