ভারতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৭ হাজারের বেশি। এতে দেশটিতে মোট সংক্রমণ ১৭ লাখ ছুঁই ছুঁই করছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। 

ভারতের কেন্ত্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শনিবার জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১১৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন। 

প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। মোট প্রাণহানি ঘটলো ৩৬ হাজার ৫১১ জনের। 

করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত মহারাষ্ট্র রাজ্যে মারা গেছে ১৪ হাজার ৯৯৪ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে ৩ হাজার ৯৬৩ জনের। ৩ হাজার ৯৩৫ জনের মৃত্যু নিয়ে তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু। গুজরাটে ২ হাজার ৪৪১ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এছাড়া কর্নাটকে ২ হাজার ৩১৪ জন, উত্তরপ্রদেশে ১ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে। 

তবে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও অনেক বেশি। এখন পর্যন্ত ১০ লাখ ৯৪ হাজার করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হার ৬৪.৫২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন সক্রিয় রোগী রয়েছে ৫ লাখ ৬৫ হাজার ১০৩ জন। 

ভারতে করোনায় আক্রান্তের ৬০ ভাগ ঘটেছে জুলাই মাসে। প্রাণহানিরও ৫০ ভাগ ঘটেছে এ মাসটিতেই। মূলত করোনার বিস্তার রোধে নেওয়া লকডাউন শিথিল করার পরই সংক্রমণ হুহু করে বেড়েছে। তবে পরবর্তীতে কিছু রাজ্য ফের লকডাউনে কড়াকড়ি আরোপ করেছে। একাধিক রাজ্য ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে লকডাউনের সময়। 

পশ্চিমবঙ্গে করোনার নতুন রেকর্ড : করোনায় রাজ্যটিতে একদিনে ২ হাজার ৪৯৬ জন আক্রান্ত ও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এতে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৮১। রাজ্য স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১৮৮ জনে।