ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে সহিংসতা এড়াতে সেখানে কারফিউ জারি হয়েছে।

গত বছরের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়ার বিধান সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। এ ধারা বাতিলের এক বছর পূর্ণ হচ্ছে বুধবার। বর্ষপূর্তিতে সহিংসতা এড়াতে তাই মঙ্গল ও বুধবার কারফিউ জারি করা হয়েছে। খবর এনডিটিভির

শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছে, তাদের কাছে তথ্য আছে ৫ আগস্টকে কালো দিন হিসেবে পালনের পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী এবং কিছু পাকিস্তানি জঙ্গী সংগঠন। জনজীবন ও সম্পত্তি নষ্ট করার মতো সহিংস হামলার আশঙ্কা করা হচ্ছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই কারফিউ জারি করা হয়েছে। 

তবে কারফিউ জারি থাকলেও জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা চলাচল করতে পারবে এবং জরুরি সেবা চালু থাকবে। 

উল্লেখ্য, গত বছর কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার সময়ে ও সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পরে এই একই ধরনের কারফিউ জারি করা হয়েছিল। কয়েকশ রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছিল। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ অনেক নেতা এখনও গৃহবন্দী রয়েছেন।